একই পরিবারের বিভিন্ন সদস্যের এনআইডি কার্ডে পিতা মাতার নাম বিভিন্নভাবে লেখা হয়েছে কিভাবে তা সংশোধন করা যায়? How to correct the parents name written differently in the NID card of different members.
একই পরিবারের বিভিন্ন সদস্যের কার্ডে পিতা/মাতার নাম বিভিন্নভাবে লেখা হয়েছে কিভাবে তা সংশোধন করা যায়?
How to correct the parent's name written differently in the NID card of different members of the same family?
২০০৮ সাল থেকে জাতীয় পরিচয়পত্র দেওয়া শুরুর পর থেকেই বিভিন্ন রকম ভুলের অভিযোগ পাওয়া যায়। এসব ভুলের জন্য নানা রকম হয়রানিতে পড়তে হয় ভুক্তভোগীদের। তবে বিভিন্ন ভুল সমাধানের উপায়ও বলে দিয়েছে নির্বাচন কমিশন।
১।এই তথ্য সংশোধনের জন্য আপনাকে কেউ সুপরামর্শ দিবেনা। আমি যা মনে করি তা হলোঃ আপনার পরিবারের সকল সদস্যের কাগজ পত্র এক যায়গায় জোগাড় করে আগে দেখতে হবে পরিবারের সদস্যের মধ্যে পিতা-মাতার নামের সাথে ৮০-৯০ শতাংশ মিল আছে কয়জনের। মনে করেন আপনার পরিবারে আপনারা ৪ ভাই দুই বোন রয়েছে আপনাদের পিতার নাম দুইটি একটি ডাক নাম আরেকটি জমি জমার কাগজ পত্রে রয়েছে মনে করেন আপনার পিতার ডাক নাম দুলাল হোসেন এবং আপনার পিতার জমি জমার কাগজ পত্রে মোঃ আজিজুল আলম রয়েছে।
তাহলে আগে দেখতে হবে আপনার পিতা-মাতার আইডি কার্ডে কোন নাম আছে যদি জমি জমার কাগজপত্র , বিবাহের কাবিন নামা এগুলোর সাথে আপনার পিতার নাম মিলে যায় তাহলে আপনার পিতার টা সংশোধন করার প্রয়োজন নাই কিন্ত যদি মিল না থাকে তাহলে আগে আপনার পিতা-মাতার আইডি কার্ড সংশোধন করতে হবে তারপর আপনাদের টা।
এবার আপনাদের সংশোধনের ক্ষেত্রে যাদের পিতা-মাতার আইডি কার্ডের সাথে ৮০-৯০ শতাংশ যেমন আপনার পিতার আইডি কার্ডে আছে মোঃ আজিজুল আলম আর আপনার এনআইডি কার্ডে আছে মোঃ আজিজুল ইসলাম তাহলে আপনার টা সংশোধন করার কোন প্রয়োজন যদি কোথাও বাধে তাহলে আপনি ইউনিয়ন পরিষদ হতে একই ব্যক্তি দুই নামে পরিচিত প্রত্যয়ন নিয়ে কাজ চালাতে পারবেন। আর যদি চান তাহলে আপনার জন্ম নিবন্ধন ঠিক করে পিতা-মাতার আইডি কার্ডের ফটোকপি দিয়ে সংশোধন এর আবেদন করতে পারবেন।
আর আপনাদের ভাই বোনদের মধ্যে যাদের পিতা-মাতার আইডি কার্ডের সাথে কোন মিল নাই সুতরাং যাদের আইডি কার্ডে ডাক নাম ব্যবহার করা হয়েছে তাদের ক্ষেত্রে অবশ্যই সংশোধন করা প্রয়োজন নচেৎ আপনি বিভিন্ন রকমের সমস্যায় পড়বেন।
১। নিজ পিতা/স্বামী/মাতার নাম সংশোধন-
আবেদন পত্রের সাথে যেসব দলিলাদি (এক বা একাধিক) দাখিল করতে হবে
> এস.এসসি/সমমান সনদ
> নাগরিকত্ব সনদ
> জন্ম সনদ
> চাকুরীর প্রমাণপত্র
> পাসপোর্ট
> নিকাহনামা
> পিতা/স্বামী/মাতার জাতীয় পরিচয়পত্রের কপি
আবেদনপত্রের সাথে সংযুক্ত দলিলাদি অবশ্যই সত্যায়িত হতে হবে
ডাক নাম বা অন্য নামে নিবন্ধিত হলে সংশোধনের জন্য আবেদনের সাথে জমা দিতে হবে
> এস.এস.সি/সমমান সনদের সত্যায়িত ফটোকপি
> বিবাহিতদের ক্ষেত্রে স্ত্রী/স্বামীর জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি
> ম্যাজিস্ট্রেট কোর্টে সম্পাদিত এফিডেভিট
> জাতীয় পত্রিকায় প্রকাশিত বিজ্ঞাপনের কপি।
পরবর্তীতে কাগজপত্রের মূলকপি সহ ব্যক্তিগত শুনানীর জন্য উপস্থিত হতে হবে।
উত্তরঃ সকলের কার্ডের কপি ও সম্পর্কের বিবরণ দিয়ে অনলাইন/এনআইডি রেজিস্ট্রেশন উইং/ উপজেলা/ জেলা নির্বাচন অফিস বরাবর পর্যাপ্ত প্রামাণিক দলিলসহ আবেদন করতে হবে।
সোহাগ ইনফোটেক এর নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url